Connecting You with the Truth

একসঙ্গে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন ইমরান-ন্যান্সি

বিনোদন ডেস্ক:ছবি: ইমরান-ন্যান্সি দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সি ও ইমরান একসঙ্গে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন। দেশের শীর্ষস্থানীয় চ্যানেল আরটিভি প্রযোজিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চলচ্চিত্র ‘তুমি যে আমার’-এ গান করলেন তারা।

‘মায়া’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক। সুর ও সঙ্গীত-ইমরান।

রাজ বললেন, ‘আমি সিনেমার গানকে সবসময়ই গুরুত্ব দিয়ে থাকি। আগের সিনেমার গান দর্শক যেমন পছন্দ করেছেন তেমনি নতুন গানগুলোও সবার ভালো লাগবে আশা করছি। ইমরান ও ন্যান্সিকে ধন্যবাদ। এত সুন্দর গায়কীর জন্য। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

আরটিভি প্রযোজিত এ ছবির জন্য এরইমধ্যে গান করেছেন ব্যান্ডদল চিরকুট, তাহসান, কোনাল, পড়শি ও হৃদয় খান।

ন্যান্সি এর আগে রাজ পরিচালিত ‘প্রজাপতি’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তাই ফের রাজের ছবিতে গাইতে পেরে তিনি খুব উচ্ছ্বসিত।

আসছে বছরের শুরুতে সিনেমার কাজ শুরু হবার কথা।

Comments