Connecting You with the Truth

একাধিক সম্পর্কে জড়ানো প্রিয়াংকাকে যে কারণে বিয়ে করেন নিক

জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন আমেরিকান পপ গায়ক নিক জোনাস। কিন্তু শেষমেষ বলিউড তারকা প্রিয়াংকাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।

কিন্তু কেন তিনি এমনটা করলেন? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নিক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ মার্কিন গায়ক বলেন, অন্যান্য প্রেমিকাদের থেকে প্রিয়াংকা আলাদা। আর সেটা হলো ‘বন্ধুত্ব’।

নিক মনে করেন, প্রিয়াংকা এবং তার গভীর বন্ধুত্বই তাদের সম্পর্ককে আরও মজবুত করেছে।

তিনি জানান, সম্পর্কে জড়ানোর আগে থেকেই একে অপরকে খুব ভালোভাবে চিনতেন তারা। এই চেনাশোনা থেকেই বন্ধুত্ব এবং সেই বন্ধুত্বকেই ভালবাসার সম্পর্কে রূপ দিয়েছিলেন তারা। প্রিয়াংকাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করেন নিক।

আনন্দবাজার জানিয়েছে, নতুন অ্যালবাম ‘স্পেসম্যান’-এর প্রচারে এসে এসব কথা বলেছেন নিক। এই অ্যালবামের গানগুলোকে প্রিয়াংকার জন্য ‘প্রেমের চিঠি’ বলেছেন তিনি।

নিক আরও জানান, যখনই তিনি শব্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারেন না, স্টুডিওতে গিয়ে সুর বাঁধেন তিনি এবং সেই সুরগুলো শুনে খুশি হন প্রিয়াংকা।

Comments
Loading...