Connecting You with the Truth

এক এগারোর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে

মাহবুব-উল-আলম-হানিফআওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘এক এগারো’র সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত কমিশন গঠন করে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাকেই আইনের আওতায় আনা হবে।
হানিফ আজ বৃহষ্পতিবার সকালে কুষ্টিয়া পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মিদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে ধবংস করার জন্য কোন অশুভ শক্তি যাতে রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ না পায়, সেটা নিশ্চিত করা দরকার। ষড়যন্ত্রকারীদের যারা সহায়তা করে তাদেরও বিচারের আওতায় আনা হবে। তাহলে ভবিষ্যতে আর কেউ এরকম দুষ্কর্ম করার সাহস পাবে না।
হানিফ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের সব ধরনের ক্ষমতা রয়েছে। বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে জনগণের বিপক্ষে অবস্থান নেয়া এবং বার বার ভুল সিন্ধান্ত নেয়ার জন্য বিএনপি আজ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এ কারণেই তারা দলীয় প্রার্থী খুঁজে পাচ্ছে না। বিএনপির এই ব্যর্থতার দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা শান্ত¦না খোঁজার চেষ্টা করছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহবুব-উল আলম হানিফ সকাল ১০টায় কুষ্টিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Comments
Loading...