Connecting You with the Truth

এফবিআইকে ঘুষ দেয়ার অপরাধে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড

Captureসজীব ওয়াজেদ জয়ের গোপন তথ্য’ সংগ্রহের জন্য এফবিআই এজেন্টকে ঘুষ দেয়ার অপরাধে বিএনপি ও জাসাস কেন্দ্রীয় নেতা মোহাম্মদউল্লাহ মামুন’র ছেলে রিজভী আহমেদ সিজারকে ৪২ মাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র আদালত। এছাড়া তার সহযোগী জোহানেস থালেরকে ৩০ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণায় আদালত উল্লেখ করেন, সিজার মার্কিন সরকারের মূল্যবোধ অবমূল্যায়ন করেছে এবং এফবিআইকে গ্লানিতে ম্লান করার চেষ্টা করেছে। বুধবার নিউইয়র্কের হোয়াইট প্লেনে মার্কিন ফেডারেল আদালতের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ভিনসেন্ট এল ব্রিসেট্টি এ রায় ঘোষণা করেন। রায়ের শুনানিতে সরকার পক্ষের আইনজীবী আদালতকে জানান, সিজার স্বীকার করেছে ‘ বাংলাদেশের শীর্ষ এক রাজনৈতিক পরিবারের সদস্যকে অপহরণ করে তথ্য বের করারও পরিকল্পনা ছিল তার। আগামী ৩০ এপ্রিল ৩৬ বছর বয়সী সিজারকে কারাগারে নেয়া হবে।

Comments
Loading...