Connecting You with the Truth

এবারই প্রথম বাংলাদেশে ফেলুদা!

b-8বিনোদন ডেস্ক:
মহান চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ প্রথমবারের মতো বাংলাদেশে নির্মাণ হতে যাচ্ছে। তবে বড় পর্দায় নয়, আপাতত টিভিতে ধারাবাহিক নাটক হিসেবে নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের কাছ থেকে ২০ টি গল্প নিয়ে নাটক তৈরির অনুমতি পেয়েছে বাংলাদেশের আলফা মিডিয়া। জানা গেছে, বাংলাদেশের প্রথম সারির নাট্য নির্মাতাদের দেয়া ফেলুদা নির্মাণের দায়িত্ব। প্রতিটি গল্প থেকে তৈরি করা হবে পাঁচ পর্বের একটি করে ধারাবাহিক। উল্লেখ্য, ১৯৬৫ সালে কলকাতার সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ প্রকাশিত হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প এবং উপন্যাস প্রকাশিত হয়।

Comments