Connecting You with the Truth

এবারে ইন্দিরা গান্ধীর চরিত্রে বিদ্যা!

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান খুব শীঘ্রই আবার তার এক নম্বর আসন ফিরে পেতে যাচ্ছেন। কেননা ‘দ্যা ডার্টি পিকচার’ দিয়ে বলিউড মাত করা এই অভিনেত্রী এবারে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চলেছেন। জানা যায়, বিদ্যা বালান নিজেও এই ক্ষমতাশীল গান্ধীর চরিত্রে অভিনয় করার ইচ্ছা পোষণ করেছেন। ‘রহস্য’ সিনেমার নির্মাতা মানিষ গুপ্তা সাবেক প্রধানমন্ত্রীর ওপরে সিনেমা নির্মাণ করবেন বলে ঠিক করেছেন। তবে সিনেমাটি নির্মাণ করা মোটেও সহজ হবে না, কেননা মানিষকে প্রথমে গান্ধী পরিবারের থেকে অনুমতি নিতে হবে। কেবল অনুমতি পেলেই তিনি বানাতে পারবেন এই সিনেমা। আর অন্যদিকে বিদ্যাকে সিনেমাটি করার প্রস্তাব দেয়া হলেও তিনি এখনো তার সিদ্ধান্ত জানাননি বলেই জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.