Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবার কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড একই পরিবারের ৫জন দগ্ধ, প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার:
ঢাকার কেরানীগঞ্জের পাড় গেণ্ডারিয়ার একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার জানান, গতকাল ভোরে আধা-পাকা ওই বাড়িতে অগ্নিকাণ্ডের পর স্থানীয়রাই তা নিভিয়ে ফেলেন। অগ্নিদগ্ধরা হলেন- রহিমা বেগম (৫০), তার মেয়ে সালাম বেগম (৩০), সোনিয়া আক্তার (১৪), ছেলে মো. রকি (২৭) ও মো. আকাশ (১২)। ঢাকা মেডিকেল হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে ৬টার দিকে তাদের হাসপাতালে আনা হয়। হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, রহিমা বেগমের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের ১৭ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে। অগ্নিদগ্ধ কারো অবস্থাই আশঙ্কামুক্ত নয় বলে জানান তিনি। ফায়ার সার্ভিস কর্মকর্তা ব্রজেন সরকার জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন।

Leave A Reply

Your email address will not be published.