এবার চঞ্চলের চার রূপ
বিনোদন ডেস্ক:
একই নাটকে চার চারটি রূপে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। লিটু শাখাওয়াতের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় ‘ভণ্ড পীর’ নামে একটি নাটকে তার এই চার রূপ দেখা যাবে। এ নাটকে আরো অভিনয় করেছেন জাকিয়া বারি মম, হিমে হাফিজ, পিয়াল প্রমুখ। ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে বর্তমানে নাটকটির শুটিং চলছে। চঞ্চল চৌধুরী বলেন, ‘একজন ভণ্ড পীর যে কতরকম ভণ্ডামী করতে পারে তা এ নাটকে দেখা যাবে। এ কারণে আমাকে নানা ধরণের গেটআপ নিতে হয়েছে। বেশ মজা আছে গল্পটি। দর্শক দেখে মজা পাবেন।’ আসছে ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা।