এবার থেকে নিরবচ্ছিন্ন ঘরোয়া ক্রিকেট চায় বিসিবি
স্পোর্টস করেসপন্ডেন্ট:
ঘরোয়া ক্রিকেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের পেতে গিয়ে এবার কোনো ঘরোয়া টুর্নামেন্ট পেছানো হবে না বলে জানান, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটের কারণে বারবার বাধাগ্রস্ত হয় দেশের ঘরোয়া ক্রিকেট। কারণ জাতীয় দলের ক্রিকেটাররাই দেশের ঘরোয়া ক্রিকেটের মূল আর্কষণ। আর তাদের ছাড়া ঘরোয়া ক্রিকেট লিগ খেলতে চায় না দেশের ক্লাবগুলো। প্রতি বছরই জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া, না পাওয়া নিয়ে পিছিয়ে যায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগসহ অনেক খেলা। তবে এবার থেকে নিরবচ্ছিন্ন ঘরোয়া ক্রিকেট চায় বিসিবি। যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ হবে ফ্রি থাকা সাপেক্ষে। তাদের জন্য অপেক্ষা, লিগ পেছানোসহ যাবতীয় অজুহাতের দিন শেষ করতে চায় বোর্ড। বিসিবির ক্যালেন্ডার অনুযায়ী ঘরোয়া ক্রিকেট লিগ চলবে। এ প্রসঙ্গে বিসিবির পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেন , ‘আমরা বোর্ডে হয়তো অনেকেই আছি, যারা ক্লাবকে প্রতিনিধিত্ব করছি। এ ছাড়া কেউ কেউ আবার বিভাগকে প্রতিনিধিত্ব করছেন। আমরা সবাইকেই বুঝানোর চেষ্টা করছি যে এভাবে খুব বেশি দিন ঘরোয়া ক্রিকেট বাদ দিয়ে আমাদের পক্ষে ক্রিকেট এগিয়ে নেওয়া সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘এই বছর আমাদের অনেকগুলো হোম সিরিজ হবে। জাতীয় দলের জন্য টানাপোড়েন কিংবা জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া আমরা ক্লাব ক্রিকেট কিংবা ডিভিশন যদি না খেলতে চাই, তাহলে আমাদের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে।’ ক্লাবগুলোর আপত্তির মুখে লিগ পিছিয়ে দেওয়া নতুন নয়। এ বিষয়ে নাঈমুর রহমান বলেন’ ‘আমাদের ঘরোয়া প্রোগ্রামকে সরিয়ে রেখে আমরা কোনো কিছু করব না। জাতীয় দলের কোনো ব্যস্ততা থাকলে তারা তাদের মতো করে খেলা চালাবে। আর তাদের (জাতীয় দলের ক্রিকেটারদের) কোনো ব্যস্ততা না থাকলে তারা ঘরোয়া ক্রিকেটে অংশ নেবে।’ ঘরোয়া সব প্রতিযোগিতায় এখন আর জাতীয় দলের খেলোয়াড়দের রাখা সম্ভব নয় বলে মনে করছেন নাইমুর রহমান। এ বিষয়ে তিনি বলেন , ‘আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি, এভাবে আর বেশি দিন আমাদের পক্ষে চলা সম্ভব নয়। জাতীয় দলকে তাদের ব্যস্ততায় থাকতে দিতে হবে, একই সঙ্গে আমাদের ঘরোয়া ক্রিকেট করতে হবে। এতে করে ক্লাবগুলো নতুন খেলোয়াড় তৈরি করার সুযোগ পাবে।’