Connecting You with the Truth

এবার প্রথম ভারতীয় আঞ্চলিক ভাষার কিং খান

b-7
বিনোদন ডেস্ক:
বন্ধুদের অনুরোধে অনেক কাজই করতে হয় শাহরুখ খানকে। তাই বন্ধু নাগেশ কুকনুর জন্যই এবার তিনি মারাঠি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। আর এটা হবে শাহরুখের প্রথম ভারতীয় কোন আঞ্চলিক ভাষার ছবি। শুধু তাই নয়, এ ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করবেন এ বলিউড সুপার স্টার। ছবিটির নাম ‘ধানক’। ইরানী ‘বেসাক’ ছবির রিমেক হচ্ছে ‘ধানক’। আর এ ছবির জন্য দুই দিনের সিডিউলও দিয়েছেন শাহরুখ। মাত্র দুইদিনেই শাহরুখের শ্যুটিং শেষ করা যাবে বলেও জানানো হয় পরিচালকের পক্ষ থেকে।


Comments