এবার বলিউড নাচবেন আনুশকা নয় বিপাশা
বিনোদন ডেস্ক:
আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম ও জায়েদ খানকে নিয়ে তৈরি হয়েছে ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিটি। শোনা যাচ্ছিল, এ ছবির একটি আইটেম গানে নাচবেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কিন্তু পরিচালক রকিবুল আলম রকিব জানান, খবরটা সত্যি নয়। চটুল কথার গানটিতে নেচেছেন বিপাশা কবির। এর কথা হচ্ছে ‘দেহেরই ভিতরে উছলে পড়ে টান/চুমুকে চুমুকে করে নে পান। জাহিদ আকবরের কথা ও তানভীর তারেকের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ডলি সান্তনী ও রাশেদ। ছবিটি আগামী সপ্তাহে সেন্সরে যাচ্ছে। এ নিয়ে দেশের বেশ কিছু ছবির আইটেম গানে নেচেছেন বিপাশা কবির। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান তিনি।