Connecting You with the Truth

এবার বাংলাদেশে পিস টিভির ওয়েবসাইটও বন্ধ

পিস টিভিঅনলাইন ডেস্ক: ভারতের ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল এবং অনলাইন ও সোশাল মিডিয়ায়ও এর সম্প্রচার বন্ধের ঘোষণার পর এবার টিভির বাংলা ওয়েবসাইটও বন্ধ করেছে সরকার। বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপরের নির্দেশনা অনুসারে পিসটিভি বাংলার ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
ওয়েবসাইটটি বন্ধে রাতেই বিটিআরসি আদেশটি জরুরিভিত্তিতে সব মোবাইল ফোন অপরারেটর ও ইন্টারনেট গেটওয়েকে পাঠায়।
জাকির নায়েকের বিরুদ্ধে ‘জঙ্গিবাদে উৎসাহ যোগানোর’ অভিযোগ ওঠার পর আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত দেওয়ার পরদিন সোমবার বাংলাদেশে তার পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করে সরকার। এরপর অনলাইন এবং সামাজিক মাধ্যমেও এই টিভির সম্প্রচার বন্ধের ঘোষণা দেন বিটিআরসি চেয়ারম্যান।
টিভিতে সম্প্রচার বন্ধ হলেও ইন্টারনেটে বেশ কয়েকটি ওয়েবসাইটে এই টিভি লাইভ সম্প্রচার করে আসছিল। এরই প্রেক্ষিতে বাংলা ওয়েবসাইটও বন্ধ করলো সরকার।

Comments
Loading...