এবার ভ্যাট দিচ্ছে গুগল
নিউজ ডেস্ক:
ফেসবুকের পর এবার গুগল ভ্যাট দিচ্ছে। বৃহস্পতিবার গুগলের স্থানীয় প্রতিনিধি প্রাইস ওয়াটার হাউজ কুপার্স ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।
অনিবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল দ্বিতীয় যারা সরকারকে ভ্যাট দিচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার আনুষ্ঠানিকতা শেষ করতে করতে ব্যাংক বন্ধ হয়ে যায়। যে কারণে রোববার ভ্যাটের টাকা কোষাগারে জমা হবে।
গুগল গত মে মাসের জন্য ৫৫ লাখ ৭৭ হাজার টাকা এবং জুন মাসের জন্য ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার টাকা অর্থাৎ সংস্থাটি দুই মাসের জন্য ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিচ্ছে।সময়মতো রিটার্ন দাখিল না করায় মে মাসের জন্য ১০ হাজার টাকা জরিমানাও গুণতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। উল্লেখ্য, গত ২৩ মে অনিবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধন নেয়।