Connecting You with the Truth

এবার মাথায় পিস্তল ধরলেন মাহি!

b-5
বিনোদন ডেস্ক:
‘অগ্নি’ সিনেমা খ্যাত নায়িকা মাহিয়া মাহি এবার মাথায় পিস্তল ধরলেন তাঁরই আরেক সহকর্মী আলোচিত চিত্রনায়ক আরেফিন শুভর মাথায়! মাহি ও শুভর এই দৃশ্যটি দেখা যাবে ‘পূর্ণ দৈঘ্য প্রেম কাহিনী’ খ্যাত পরিচালক সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’ সিনেমায়। ওয়ার্নিং’ সিনেমার মাধ্যমে মাহি দ্বিতীয়বারের মতো টিভি রিপোর্টারের চরিত্রে অভিনয় করছেন। এর আগে সৈকত নাসিরের ‘দেশা-দ্য লিডার’ সিনেমাতেও রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেছেন মাহি। ‘ওয়ার্নিং’ সিনেমার গল্পে দেখা যাবে একজন দুর্ধর্ষ অপহরণকারী জিসান (আরেফিন শুভ)। অপরদিকে অপরাধী জিসানের পিছু নেয় অপরাধবিষয়ক সাংবাদিক তৃণা। আর এই তৃণা চরিত্রে রূপদান করছেন এ সময়ের আলোচিত চিত্র নায়িকা মাহিয়া মাহি। ‘ওয়ার্নিং’ ছবিটি প্রসঙ্গে সাফি জানালেন, ছবিতে দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্যের পাশাপাশি তৃণা ও জিসানের প্রেমকাহিনি দর্শকের বিনোদনের খোরাক যোগাবে। পাশাপাশি ক্লাইমেক্স সিকোয়েন্সেও দর্শকের জন্য চমক থাকছে। শুভ ও মাহি ছাড়াও সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর ও রুবেল। ‘ওয়ার্নিং’ সিনেমায় ৬টি গান থাকছে। সবগুলো গানের সংগীতায়োজন করছেন শওকত আলী ইমন। এর মধ্যে কয়েকটি গানের দৃশ্যায়ন হবে থাইল্যান্ডের কিছু মনোরম লোকেশনে।

Comments
Loading...