Connecting You with the Truth

এবার মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ১

kalyanpur_ammunition_useকল্যাণপুর অভিযানের সময় গোলাগুলির পর পড়ে থাকা গুলির খোসা

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকার মিরপুরে এক জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে হানা দেয়।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহত ব্যক্তি জেএমবির সামরিক শাখার অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা। গোপন সংবাদের ভিত্তিতে আজ পুলিশের একটি দল রূপনগরের একটি বাড়িতে হানা দেয়। সেখানে “মেজর মুরাদ” নামে এই জেএমবি নেতা লুকিয়ে ছিলেন বলে তাদের কাছে খবর ছিল। পুলিশ সেখানে অভিযানে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে এক ব্যক্তি পিস্তল এবং ছুরি হাতে বেরিয়ে আসে। তার ছুরির আঘাতে এবং পিস্তলের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়। পুলিশের পাল্টা গুলিতে ঐ ব্যক্তি নিহত হয়।
তিনি আরও জানান, নিহত মেজর মুরাদ আসলে সেনাবাহিনীর একজন সাবেক সৈনিক। গুলশান এবং শোলাকিয়ায় জঙ্গি হামলায় অংশগ্রহণকারীদেরকে এই ব্যক্তিই প্রশিক্ষণ দিয়েছে বলে পুলিশ সন্দেহ করে। তিনি আরও জানান, গাইবান্ধার চরে এই প্রশিক্ষণ দেয়া হয়েছিল।

Comments
Loading...