Connect with us

বিনোদন

এবার লুঙ্গী ড্যান্সে বাপ্পি-আঁচল

Published

on

b-4
বিনোদন প্রতিবেদক:
অফিসের কাজ শেষ করে রওনা হলাম বিএফডিসিতে সঙ্গী আমার আরেক সাংবাদিক বন্ধু। বিএফডিসির গেট অতিক্রম করে সবে মাত্র চার নাম্বার ফ্লোর-এর কাছাকাছি। ঠিক তখনই একটা গানের আওয়াজ শুনতে পেলাম। একটু কাছাকাছি পৌঁছাতেই ভেতর থেকে একটা গান ভেসে আসছে। লুঙ্গী ড্যান্স লুঙ্গী ড্যান্স! কৌতুহল কিছুটা বেড়ে গেল হানি সিং-য়ের লুঙ্গী ড্যান্স গানটি কে বাজাচ্ছে এইখানে? ভেতরে প্রবেশ করতেই বিশাল একটা সেট দেখতে পেলাম। অনেক মানুষ সেখানে কেউ মদ খাচ্ছেন? কেউবা লুঙ্গী ড্যান্সের তালে তালে নাচছেন। বুঝতে বাকি রইলো কোন একটা সিনেমার আইটেম গানের শ্যুটিং চলছে। মঞ্চে একঝাঁক তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে গানের তালে নাচছেন ঢালিউডের জনপ্রিয় দুই তারকা আঁচল ও বাপ্পি। রূপ সাগরে সব ঝাঁপ দিতে চায়, কি করে ডুব দিবো আয় কাছে আয়। চাকদুম চাকদুম আইলো কুলসুম লুঙ্গী ড্যান্স লুঙ্গী ড্যান্স’ এমন কথার গানে এই দুই তারকা মাতিয়ে রেখেছেন পুরো শ্যুটিং ইউনিট। এভাবেই গানের তালে নাচ চলল প্রায় ঘণ্টা খানেক। মাঝে মাঝে ড্যান্স ডিরেক্টর তার দলকে নাচের তালিম দিচ্ছেন। এবার পরিচালক কাট বলে সবাইকে বিশ্রামের সুযোগ দিলেন। নায়িকা আঁচল হাসি মুখে এগিয়ে এলেন। শ্যুটিং সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বললেন, ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ ‘কুলসুম’ শিরোনামের আইটেম গানের শ্যুটিং চলছে। এই ছবিটি পরিচালনা করছেন এম.এন. ইস্পাহানী। এই প্রথম আইটেম গানে অংশ নিলাম। পাশাপাশি ছবিটির প্রধান নায়িকা হিসেবে দর্শক আমাকে দেখতে পাবেন। ‘গুডা-দ্য টেরোরিস্ট’ চলচ্চিত্রে চরিত্র প্রসঙ্গে আঁচল আরো বললেন, আমি পরিবারের বড় মেয়ে। বাবা অনেক বড় লোক। পরিবার থেকে আমাকে বিয়ে দিতে চান। আমি খুবই দুষ্টু প্রকৃতির। মারামারি করতে পারে এমন ছেলে খুব পছন্দ। একদিন আমাকে গুন্ডারা আক্রমণ করে। সেখান থেকে বাপ্পি আমাকে উদ্ধার করেন। বাপ্পির সাহস দেখে আমি ওর প্রেমে পড়ে যাই। এভাবেই ছবির গল্প আগাতে থাকে। এবার নায়কের পালা কাছে যেতেই তিনি বসতে বলেন। ছবির গল্পে নিজের চরিত্র সম্পর্কে বাপ্পি বললেন, গল্পে আমার কোন আইডেন্টিটি থাকে না। অ্যাকশন ধাঁচের ছবি গুডা-দ্য টেরোরিস্ট।’ ছবির শেষ দৃশ্য পর্যন্ত একটা সাসপেন্সের মধ্য থাকবেন। সিনেমার গল্পে নায়িকা আঁচলের সাথে তার কেমন সম্পর্কে জানতে চাইলে বাপ্পি হেসে বললেন, নায়িকা আমাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে এবং আমার পেছন পেছন ঘুরতে থাকে। পরিচালকের ডাক এসেছে দুইদিন ধরে আইটেম গানটির শ্যুটিং চলছে। আজ বৃহস্পতিবার শ্যুটিং-য়ের শেষ দিন। আর তাইতো বিদায় নিলেন বাপ্পি। পরিচালক এম.এন. ইস্পাহানী ৫,৪.৩.২.১.০ বলার সাথে সাথে ফের নায়িকা আঁচলকে নিয়ে ড্যান্স শুরু করলেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *