Connecting You with the Truth

এলিট ক্লাবে ডেল স্টেইন

Dale Steyn, Kumar Sangakkara২০০৮ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে শততম টেস্ট উইকেটের মালিক হয়েছিলেন ডেল স্টেইন। সেবার স্টেইনগানের শিকার জুনায়েদ সিদ্দিকি। সেই চট্টগ্রামে সাত বছর পর একটুর জন্য যে ল্যান্ডমার্কে পৌঁছানো হয়নি প্রোটিয়া পেসারের, শেষ পর্যন্ত সেটিই পূর্ণ করলেন মিরপুর শেরেবাংলায়।

বৃহস্পতিবার ঢাকা টেস্টের প্রথম দিনে ডেল স্টেইন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে স্মরণীয় করে রাখলেন তামিম ইকবালকে সাজঘরে পাঠিয়ে।

সে সঙ্গে নাম লেখালেন টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট শিকারির এলিট ক্লাবে। টেস্ট ক্রিকেটে ১৩তম বোলার হিসেবে ৪শ’র মাইলফলকে পৌঁছান স্টেইন। তবে এদের মধ্যে ৫ জন আবার ৪০০ ক্লাব পেরিয়ে ৫০০, ৬০০ বা তদূর্ধ্ব ক্লাবে এর আগে নাম লিখিয়েছেন।

সে হিসাবে শুধুমাত্র ৪০০’র ক্লাবে রয়েছেন ৮জন বোলার। অষ্টম বোলার হিসেবে সর্বশেষ সংযোজন দক্ষিণ আফ্রিকান এই ডানহাতি পেসার। ৩৯৬ উইকেট নিয়ে বাংলাদেশে খেলতে আসা স্টেইন চট্টগ্রাম টেস্টে নেন ৩ উইকেট। ঢাকা টেস্ট শুরুর আগে স্টেইনের প্রয়োজন ছিল মাত্র ১টি উইকেট। চলতি টেস্টসহ ৮০ টেস্টে তার উইকেট সংখ্যা এখন ৪০০টি

বাংলাদেশেরপত্র/এডি/এস

Comments
Loading...