এল সালভাদোরে কারাগারে দুপক্ষের সংঘর্ষে নিহত ১৪
এল সালভাদোরে শনিবার কুখ্যাত অপরাধী চক্রের বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ বন্দি নিহত হয়েছে। প্রেসিডেন্ট ভবনের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, কুয়েজালতেপেক কারাগারে নিহতের এই ঘটনা ঘটে। ব্যারিও ১৮ অপরাধী চক্রের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সহিংস এই ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
প্রেসিডেন্ট ভবনের যোগাযোগ সচিব এউগেনিয়া শিকাস জানান, আগামী কয়েকঘন্টার মধ্যে রক্তপাতের এই ঘটনার ব্যাপারে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে। কারা-অভ্যন্তরে অপরাধ চক্রের সদস্যদের মধ্যকার এই ভয়াবহ রক্তপাতের ঘটনাটিই প্রমাণ করে যে এল সালভাদোর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ। বুধবার পুলিশ জানায়, দেশটিতে মাত্র তিন দিনে ১২৫ জন খুন হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর