Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবিতে রংপুরে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি: ”আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস মানবো না, প্রশ্নফাঁস বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলার উদ্যোগে প্রেসক্লাব চত্বরে সকাল ১১ থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা যোগ দেয়। মাববন্ধন চলাকালীন সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও জেলা সহ-সভাপতি হোজায়ফা সাকওয়ান জেলিডের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু রায়হান বকসি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মনোয়ার হোসেন, শিশু কিশোর মেলার জেলা সংগঠক জয়া স্কাইয়া, সাজু রায়, বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার মিলি, সপ্তম শ্রেণির রিপা রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজ সমাজে বিষফোঁড়ার মতো একের পর এক পরীক্ষার প্রশ্নফাঁস হচ্ছে। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে আজ প্রথম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়। নীতি-নৈতিকতাকে ধ্বসিয়ে দিয়ে ছাত্রদের বানানো হচ্ছে ক্রিমিনাল। প্রশ্নফাঁসের বিরুদ্ধে সমাজে তীব্র আলোড়ন সত্তে¡ও সরকারের কর্তাব্যক্তিরা নির্বিকারভাবে এর পক্ষে সাফাই গাইছেন। সংশিষ্ট মন্ত্রণালয়ের কোনো কার্যকর উদ্যোগ নেই। আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায়ও প্রশ্নফাঁস হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। প্রশ্নফাঁসকারী মুনাফাখোরেরা অপেক্ষা করে আছে। ফলে আমরা মনে করি অতীতে যারা প্রশ্নফাঁসের সাথে যুক্ত ছিল তাদের বিচার এবং এই পরীক্ষায় যাতে করে প্রশ্নফাঁস না হয় সে বিষয়ে শুধু বক্তৃতা বিবৃতি নয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.