Connecting You with the Truth

‘এ’ দলের ঘোষণা চূড়ান্ত হল

s-3a
স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য গত ২০ আগস্ট ২২ সদস্যের বাংলাদেশ প্রাথমিক ‘এ’ দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বিসিবি থেকে জানানো হল তাদের চূড়ান্ত সূচি। জিম্বাবুয়ে ‘এ’ দলের বাংলাদেশ সফরের সূচিতে রয়েছে দুইটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ। সফরকারী জিম্বাবুয়ে ম্যাচ গুলো খেলতে ১০ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছবে। ঢাকা থেকে ১১ সেপ্টেম্বর কক্সবাজার পৌঁছাবে সফরকারীরা এবং স্বাগতিকরা। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর শুরু হবে প্রথম চারদিনের ম্যাচটি। ১৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে দু’দল। দুই দিন বিরতি দিয়ে ২১ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৭, ২৯ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর একদিনের ম্যাচ তিনটি খেলবে তারা। স্বাগতিক ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন জাতীয় দলের শাহরিয়ার নাফিস, মার্শাল আইয়ুব, জুনায়েদ সিদ্দিকী, শাহাদাত হোসেন রাজিব, নাঈম ইসলামদের মতো তারকারা।

Comments
Loading...