Connecting You with the Truth

ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:  ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল। এ উপলক্ষে রোববার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু যে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন বর্তমান সরকার তা বাস্তবায়ন করে চলেছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির জন্য যে কর্মসূচি দিয়েছিলেন আজকে তা বাস্তবায়নের পথে। ইতোমধ্যে আমরা দরিদ্র সীমা ২৪ শতাংশের মধ্যে আনতে সক্ষম হয়েছি।

আমু বলেন, ‘আগামী ২০১৮ সালের মধ্যে দেশে দরিদ্র সীমা ১১ শতাংশের নিচে আনতে আমরা সক্ষম হবো। দারিদ্র্য বিমোচনের ক্ষেতে প্রতিবেশী দেশের তুলনায় আমরা এগিয়ে আছি।’

এ সময়, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments
Loading...