Connecting You with the Truth

‘ওম’ চিহ্নিত জুতা বিক্রির কারণে বিক্রেতা গ্রেফতার

om_chappalপাকিস্তানের সিন্ধ প্রদেশে হিন্দুদের পবিত্র চিহ্ন ‘ওম’ খোদাই করা জুতা বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভের প্রেক্ষাপটে পাকিস্তানের ব্লাসফেমি আইনের আওতায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তার দোকানের মালামাল জব্দ করা হয়।
পাকিস্তান হিন্দু পরিষদের প্রধান বলেছেন, হিন্দুদের পবিত্র চিহ্ন ‘ওম’ খোদাই করা ওই জুতো বিক্রির মাধ্যমে তাদের অসম্মান করা হয়েছে এবং এটা অনৈতিক। পাকিস্তানের ব্লাসফেমি আইনের আওতায় যে কোন ধর্মকে অসম্মান করা অপরাধ। আর ইসলামের নবী মোহাম্মদকে অসম্মান করলে তার শাস্তি মৃত্যুদণ্ড।

Comments
Loading...