ওয়াসিম আকরামের সহযোগিতা পাবে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর কিছুটা ব্যাকফুটে আছে পাকিস্তান দল। এর মধ্যেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। দলটাকে বিশ্বকাপের সময় সহযোগিতা করার আগ্রহের কথা জানিয়েছেন দেশটির কিংবদন্তী এই ক্রিকেটার। কিন্তু এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা দলীয় ব্যবস্থাপনা থেকে তাকে এ ব্যাপারে আগে প্রস্তাব দিতে হবে বলেই মন্তব্য করেছেন তিনি পাকিস্তান দলের পক্ষ থেকে তার কাছে কোন খেলোয়াড় কখনই সহযোগিতা চাননি বলে তিনি হতাশা ব্যক্ত করেছেন। জিও নিউজ চ্যানেলে আকরাম এ সম্পর্কে বলেছেন, ‘আমি এখন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আছি। বিশ্বকাপ মিশনে যেকোন সময়ে আমি পাকিস্তান দলকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি। বর্তমান খেলোয়াড়দের সম্পর্কে আমি অনেক কিছুই জানি। কিন্তু এখন পর্যন্ত খেলোয়াড় কিংবা বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য আমাকে কিছু বলা হয়নি।’ আকরাম আরো জানিয়েছেন তার প্রতি পাকিস্তান দলের বাইরে অন্যান্য দেশ বিশেষ করে ভারতীয় খেলোয়াড়দের সাহায্য করার বিষয়ে যে সমালোচনা তা নিয়ে তিনি কিছুটা বিরক্ত, ‘এখানে আমার কি’বা করার আছে। নিজের থেকে তো এগিয়ে গিয়ে দলকে সাহায্য করা যায়না। আমি সবসময়ই পাকিস্তান ক্রিকেটের জন্য কিছু করতে চেয়েছি। কেউ যদি না বলে তাহলে আমি কিভাবে বিশ্বকাপে দলের সাথে কাজ করবো।’