Connecting You with the Truth

‘ওয়েক আপ’ – একটি জেগে ওঠার গল্প (শর্টফিল্ম)

নিজস্ব প্রতিবেদক: সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ। আর সুন্দর এই দেশটার রাজধানী ঢাকা যেন আর সবুজ শ্যামল নেই। চারিদিকে ইটের দালান কোঠা, যানবাহন। তাও সয়ে নেয়া যায়, তবে আজকাল রাস্তা ঘাটে তাকালেই দেখা যায় ময়লা-আবর্জনা। যেটা মোটেও সহ্য করার মত না। ঢাকা সিটি কর্পোরেশন নগরীর রাস্তায় বসানো হয়েছে আবর্জনা ফেলার জন্যে বিন। তার পরেও নগরীর অসচেতন মানুষগুলো যেখানে সেখানে তাদের বজ্র ফেলে দূষিত করছে এই সুন্দর শহরটাকে। আর কত দিন এভাবে অসচেতন হয়ে থাকব আমরা? জেগে ওঠার সময় কি হয় নাই?
এই জেগে ওঠার স্পৃহা নিয়েই ওমর ফারুক কোমল এর প্রথম শর্ট ফিল্ম ‘ওয়েক আপ’। শর্ট ফিল্মটিতে আমাদের ঢাকা শহরের বাস্তব নোংরা কিছু সত্য তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি আমাদের অ-সচেতন কার্যকলাপও। ‘হুজুগের বাঙালি’ পরিবেশিত এই শর্ট ফিল্মটির দৈর্ঘ্য ৪ মিনিট ৩৪ সেকেন্ড। পরিচালকের মতে এটি হচ্ছে নতুন করে জেগে ওঠার একটি গল্প, যেটা সবাইকে অনুপ্রাণিত করবে।

শর্ট ফিল্মটি দেখুন এখানে….. 

Comments
Loading...