Connecting You with the Truth

ওয়েস্ট ইন্ডিজের পরাজয়

স্পোর্টস ডেস্ক:s-7
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বুধবার মর্নে ভন উইকের অপরাজিত সেঞ্চুরির (১১৪*) সৌজন্যে প্রোটিয়াসরা ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে আগেই জিতে নিয়েছিল ওয়েষ্ট ইন্ডিজ। বুধবার রাতে তাই শেষ ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। এদিন ডারবানে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তুলোধুনো করেছে আফ্রিকান ব্যাটসম্যানরা। অপরাজিত সেঞ্চুরি করেছেন ওপেনার উইক। ৭০ বল খেলে ১১৪ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন তিনি। এর মধ্যে ৯টি চার ও ৭টি ছয়ের মার ছিল। তার দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলতে সক্ষম হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া হেনরিকস ৪২ ও উইসে ২১ রান করেন। প্রোটিয়াসদের দেয়া ১৯৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৪৯ রান করেছেন লেন্ডল সিমন্স। ২৩ রান দিয়ে ৫টি উইকেট পেয়েছেন উইসে। অবশ্য হারলেও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অসাধারণ পারপরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেন ফন উইক। আর সিরিজ সেরা হন ক্রিস গেইল।

Comments
Loading...