Connecting You with the Truth

কংগ্রেস নেতা শশি থারুরের স্ত্রী সুনান্দাকে হত্যা করা হয়

Sunanda_Pushkar_bg_509494240আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের কংগ্রেস নেতা শশি থারুরের স্ত্রী সুনান্দা পুশকারকে হত্যা করা হয়েছে। প্রায় একবছর আগে নয়া দিল্লিতে একটি পাঁচতারকা হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস মেডিকেল রিপোর্ট পেশ করে। এ হাসপাতালেই পুশকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

পুশকারের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসি বলেন, দেহে বিষক্রিয়ায় সুনান্দার মৃত্যু হয়েছে। মুখ কিংবা সিরিঞ্জের মাধ্যমে তার দেহে বিষ প্রবেশ করানো হয়।

পুলিশ ভারতের আইপিসির ৩০২ ধারা অনুসারে হত্যা মামলা দায়ের করেছে।

এ ঘটনায় সাবেক ইউনিয়ন মন্ত্রী শশি থারুরকেও জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দিয়েছে পুলিশ।

Comments
Loading...