Connecting You with the Truth

কক্সবাজারে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৯

কক্সবাজার প্রতিনির্ধি:
কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত কাল দিবাগত রাত ১২টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, ইয়াবা ও মানবপাচার মামলার আসামিসহ কয়েকজন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Comments
Loading...