Connecting You with the Truth

কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলজুড়ে ৭ নম্বর বিপদ সংকেত

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলজুড়ে সাত নম্বর বিপদ সংকেত জারি করেছে প্রশাসন। সেই সঙ্গে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার কক্সবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments