Connecting You with the Truth

কচুয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের জঙ্গি বিরোধী মানববন্ধন ও র‌্যালি

01রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মানব-বন্ধন।

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির অংশহিসেবে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজ প্রাঙ্গনে অধ্যক্ষ ড. এটি.এম শাহ আলম সিকদারের নেতৃত্বে সকল প্রভাষকসহ প্রায় বারশত শিক্ষার্থীদের নিয়ে একটি বিশাল মানববন্ধন পালিত হয়। 02রহিমানগর বি.এ.বি উচ্চ বিদ্যালয়ের সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও র‌্যালি 

অপরদিকে রহিমানগর বি.এ.বি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও র‌্যালি সোবমার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এসময় স্কুলের সকল শিক্ষকসহ প্রায় দুই হাজার শিক্ষার্থীদের একটি বিশাল র‌্যালি রহিমানগর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

Comments