Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কবিতা – সুখে আছো যারা

Riyadul-Hassan-225x300@2x-1-225x300সুখে আছো যারা
রিয়াদুল হাসান

আমরা এসেছি আঁধারের পথ বেয়ে
ক্ষতবিক্ষত রক্তসিক্ত হলো আমাদের পা,
তোমরা রয়েছ ফুলশয্যায় শুয়ে,
উদাস নেত্র মদিরাপাত্র সুবাসিত চম্পা।

আমরা চলেছি আলোর মশাল হাতে
শপথদৃপ্ত অটল চিত্ত বিজয় সুনিশ্চিত,
তোমরা ভেসেছ গতানুগতিক স্রোতে
বিলাস, বিত্ত, বিহার, নৃত্য এ-ই চিরবাঞ্ছিত।

তোমাদের এই সর্বগ্রাসী ক্ষুধা
ধ্বংসযজ্ঞ অপ্রতিরোধ্য করেছে এ ধরণীতে,
সভ্যসমাজ শুনে নাও বারতা
হবে অঙ্গার পুত্র তোমার যজ্ঞের অগ্নিতে।

তারপর এই পৃথিবীটা পাল্টাবে,
স্বার্থপরতা পথভ্রষ্টতা থাকবে না কিছু আর,
শান্তি সুখের পরশ সকলে পাবে
শতধাছিন্ন মানুষ অগণ্য হবে এক পরিবার।

Leave A Reply

Your email address will not be published.