Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কমলনগরে ট্রাকভর্তি জাটকাসহ শ্রমিক আটক

Lakshmipur

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাকভর্তি জাটকা ইলিশসহ মঞ্জু (৩৫) নামের এক শ্রমিককে আটক করেছে পুলিশ। এসময় ৫০মন জাটকা ইলিশ জব্দ করা হয়। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লুদুয়া মাছঘাট থেকে তাকে আটকরা হয়। আটককৃত শ্রমিক মঞ্জু চর জগবন্ধু এলাকার আবদুর রশিদের ছেলে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন আহমেদ সত্যতা নিশ্চিত করেন।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এস আই) এ কে আজাদ বলেন, বরিশাল থেকে নৌপথে আট ঝুড়ি (৫০ মন) জাটকা ইলিশ লুধুয়া মাছ ঘাট দিয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এ সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঝাটকা ইলিশসহ এক শ্রমিককে আটক করে। এ সময় ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.