Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

করোনা: চট্টগ্রামে মৃত্যুতে পূর্ণ শতক, নতুন আক্রান্ত ১১১

নতুন করে চট্টগ্রামে আরও ১১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ২৮০ জন। এছাড়া চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা শতকে পৌঁছেছে। 

মঙ্গলবার (৯ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৪ জন, সিভাসুতে ৫৬ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩১ জন এবং কক্সবাজার ল্যাবে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৪৮৫টি। এর মধ্যে ১৭৯টি বিআইটিআইডিতে, ১৪৯টি সিভাসুতে, ৮৭টি চমেকে এবং ৭০টি কক্সবাজার মেডিক্যালে করানো হয়।

গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সাতকানিয়া উপজেলায় প্রথম রোগী মৃত্যুবরণ করেন। প্রথম রোগী মারা যাওয়ার ৬১ দিন পর তিন অঙ্কের ঘর ছুঁয়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। তবে করোনায় মৃত্যুর সংখ্যা শতক পূর্ণ করলেও করোনা উপসর্গে মৃত্যুর কোন সঠিক পরিসংখ্যান নেই চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কাছে। এর আগে গত ৪ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

Leave A Reply

Your email address will not be published.