Connecting You with the Truth

করোনা প্রতিরোধে চিকিৎসা বোর্ড গঠন করল হোমিওপ্যাথি বোর্ড

 

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড’ ও ‘মহামারি প্রতিরোধে হোমিওপ্যাথিক জাতীয় কমিটি’র অনুমোদনক্রমে ৫১ সদস্যবিশিষ্ট ‘জাতীয় হোমিওপ্যাথিক চিকিৎসা বোর্ড’ গঠন করা হয়েছে। বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক পদে রয়েছেন ডা. এম এ কাদের। এছাড়াও কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন- ডা. শেখ মো. ইফতেখার উদ্দিন, ডা. আশিস সংকর নিয়োগী, ডা. এসএএম মোনতাকিম, ডা. আব্দুল হক, ডা. শেখ ফারুক এলাহী, ডাক. আকম মোশারফ হোসেন, ডা. এম জাহাঙ্গীর।

বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সদস্য হিসেবে রয়েছেন ৪৩ জন। এর মধ্যে রয়েছেন- ডা. এ ছবেদ আলী, ডা. নাজির হোসেন, ডা. মোহসেনা খানম, ডা. রামকৃষ্ণ বিশ্বাস, ডা. সেলিমুর রাহমান, ডা. মসীউজ্জামান পান্নু, ডা. রুহুল আমিন সরকার, ডা. মো. লুৎফর রহমান, ডা, অপূর্ব কুমার দাস প্রমুখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- কেন্দ্রীয় কমটির অধীনে জেলা ও উপজেলা ভিত্তিক চিকিৎসা উপকমিটি গঠন করা হবে। কমিটিতে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন- বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. শহিদুল ইসলাম ভূইয়া, সহকারি রেজিস্ট্রার ডা. অমিত রায় ও সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক (সংযুক্তি) ডা. তারিকুজ্জামান সোহেল।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 02-8959281-3 নম্বরে।

Comments
Loading...