করোনা ভাইরাস মোকাবেলায় রাষ্ট্রীয় ও সরকারি উদ্যোগে পাশাপাশি বেসরকারি সামাজিক উদ্যোগও জরুরী; মেয়র আ.জ.ম. নাছির
রাজু আহমদে, চট্টগ্রাম অফসি :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে। যাকে শুধুমাত্র সূদৃঢ় মনোবলে আতংক ও ভয়কে জয় করার মানসিকতায় আমরা অবশ্যই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হব। তিনি বলেন, শুধুমাত্র রাষ্ট্রীয় ও সরকারি উদ্যোগ নয়, বেসরকারি ও সামাজিক উদ্যোগই সংকট মোচনের প্রধান অবলম্বন। এই উপলব্ধি থেকে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকা হলি ক্রিসেন্ট হাসপাতালে শুধুমাত্র করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত ও চিকিৎসা সেবা প্রদানে একটি পূর্ণাঙ্গ ১শত শয্যা বিশিষ্ঠ হাসপাতাল অচিরেই চালু হওয়ার পথে। তাই আমাদের মাঝে সংকট উত্তোরনের আশা জাগিয়েছে। এই হাসপাতালে থাকবে ভেন্টিলেটর সহ ২০ বেডের আইসিইউ ইউনিট। এই মহতীকাজে সহযোগিতার জন্য চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনকে উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, এই হাসপাতালকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। তিনি আজ শনিবার অপরাহ্নে নগরীর জাকির হোসেন রোডস্থ হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা ভাইরাস হাসপাতালে উন্নীতকরণ কার্যক্রম পরিদর্শনকালে একথাগুলো বলেছেন। তিনি আরো বলেন, এই হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানে আধুনিক ও প্রযুক্তিগত উৎকর্ষ ও সক্ষমতা অর্জনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি জানান এই হাসপাতালকে একটি কার্যকর সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভাগীয় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন, বিদ্যুৎ,গ্যাস, ওয়াসা,টিএন্ডটিসহ সকল সরকারি ও আধাসরকারি সেবা সংস্থা কর্তৃপক্ষের সাথে সম্পৃক্ততা আনায়নে একটি সমন্বয় বৈঠক আগামীকাল টাইগারপস্থ চসিক সম্মেলন কক্ষে বেলা ১ টায় অনুষ্ঠিত হবে। এই বৈঠকের গৃহিত সিদ্ধান্তের আলোকে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হবে। আশা করা যাচ্ছে আগামী ২৫ শে এপ্রিল এই হাসপালটি আনুষ্ঠানিকভাবে চালু করা যাবে। মেয়র চসিক পরিচালিত জেনারেল হাসপাতালেও করোনা ইউনিট চালু করার সিদ্ধান্ত জানান। পরিদর্শনকালে চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী,বিএমএ সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. লেয়াকত আলী খান, ডা. মো. ইউসুফ, ডা. এ টি এম রেজাউল করিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।