করোনা ভাইরাস সংকটে চট্টগ্রাম হালিশহরে লায়ন মোহাম্মাদ ইলিয়াছের বিভিন্ন কার্যক্রম
মোঃ রাজু আহমেদ :
চট্টগ্রাম হালিশহর ২৬ নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক লায়ন মোহাম্মদ ইলিয়াছ বর্তমান করোনা ভাইরাসের জরুরী মুহূর্তে ,আজ সকালে নিজ অর্থায়নে হালিশহর বি-ব্লকের এস ক্লাবের বিভিন্ন রাস্তায় জীবাণু নাশক পানি ছিটান এবং এলাকার দুঃস্থদের মাঝে ত্রান বিতরণ করেন।এবং সকলকে ঘরে থাকার আহবান জানান।খাবার সংকটে কারো কোন সমস্যা হলে সহযোগিতা করবেন বলে লায়ন মোহাম্মাদ ইলিয়াছ । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবেদ মনসুর চৌধুরী ,আনয়ারুল হক জসিম,রেজাউল আলম ইরান,আশফাকুল আলম আশফাক,ওমর ফারুখ সহ অন্যান্যরা।