Connecting You with the Truth

কলমাকান্দায় কলেজ ছাত্রকে হত্যার হুমকি, থানায় জিডি

1432566556নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামের কলেজ ছাত্র মাহবুবুর রহমান ও তার পরিবারের সদস্যদেরকে হত্যার হুককির অভিযোগে জিডি করা হয়েছে। মাহবুবুর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার বিকেলে কলমাকান্দা থানায় স্থানীয় নাজিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ বাবুল, আব্দুল ওয়াদুদ রতনসহ ১৩ জনের নাম উলে­খ করে এই জিডি করেন।
মাহাবুবুর রহমান অভিযোগে জানান, জেলার কলমাকান্দার নাজিরপুর বাজারে গত বুধবার বিকেলে চেয়ারম্যান আব্দুল কদ্দুছ বাবুল ও তার লোকজন তাকে ডেকে নিয়ে গালাগাল শুরু করে। এক পর্যায়ে হত্যার বাবুল চেয়ারম্যান ও তার লোকজন তাকে ও তার পরিবারের লোকজনকে সুযোগমত পেলে খুন করে লাশ টুকরো টুকরো করে ফেলবে বলে হুমকি দেয়। এ জন্য ১০ লাখ টাকা বাজেট করা হয়েছে। ২ সাম ৭দিন সময় বেধে দেয়া হয়েছে। কারণ সামনে ইউপি নির্বচান। আব্দুল কদ্দুছ বাবুল চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করবেন।
নেত্রকোনা থানার ইন্সপেক্টর তদন্ত এ কে এম মিজানুর রহমান জিডি করার বিষয়টি নিশ্চিত করে জানান, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছে।

Comments
Loading...