Connecting You with the Truth

কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে চিলি

জয়ের পর চিলির সমর্থকদের উল্লাস
জয়ের পর চিলির সমর্থকদের উল্লাস

ক্রীড়া ডেস্ক: কিছুক্ষণ আগে শেষ হওয়া খেলায় কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে চিলি। খেলা শুরুর প্রথম ভাগে চার্লস আরানগুয়েজ, ফুয়েনজালিদার করা দুটি গোলে এগিয়ে থাকে চিলি। চিলি ও কলম্বিয়ার দ্বিতীয় সেমিফাইনালে চিলির সাথে সুবিধা করতে পারেনি কলম্বিয়া। এখন বিজয়ী দল চিলি নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে আগামী সোমবার সকালে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনার।
২০১৫ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চিলি শিরোপা জয় করে। এর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে লিওনেল মেসির দল। লাভেস্সির প্রথম গোলে অবদান রাখার পর প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা
হওয়ার রেকর্ড গড়েন মেসি। দ্বিতীয়ার্ধের দুই গোলে বড় জয়ে ফাইনালে যাওয়া নিশ্চিত করেন ফর্মে থাকা আরেক ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন। ১৯৯৩ সালে কোপা আমেরিকায় সেরা হয়েছিল আর্জেন্টিনা। এরপর বড় কোনো আসরের শিরোপা জিততে পারেনি দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Comments
Loading...