Connecting You with the Truth

কলারোয়ায় জলাবন্ধতা মোকাবেলায় অবহিতকরণ সভা

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালীতে বেসরকারী উন্নয়ন সংস্থা “দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে”এর উদ্যোগে বুধবার সকালে এক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। যুগিখালী ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রবিউল হাসান। ইউরোপিয়ান কমিশন ডাইরেক্টরিয়েট জেনারেল ফর হিউম্যানিটেরিয়ান এইড এন্ড সিভিলপ্রটেকশন এর আর্থায়নে এবং ড্যানর্চাচ এইড এর সহযোগিতায় যুগিখালী ইউনিয়ন পরিষদ হলরুমে বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, সদস্য সদস্যাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইউডিএমসির সদস্য ও সুশীলসমাজের সদস্যবৃন্দের উপস্থিততে সাতক্ষীরা-যশোর জেলার জলবন্ধ এলাকার সর্বাপেক্ষা নাজুক এবং তিগ্রস্ত মানুষের জলাবন্ধতা মোকাবেলার সমতা শক্তিশালী করণ প্রকল্প-২০১৬-২০১৭ এর প্রকল্প পরিচিতি সভায় উপস্থিত থেকে প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ মর্তুজ আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব জহুরুল হক, ডিএসকের টেকনিক্যাল অফিসার কামরুন্নাহার, মাসুদ আল কবির, এএইচ ফারুক, শেখ সুলতান আহম্মেদ, ফয়সালুজ্জামান, নুর জাহান লিপি, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সরকার, ইউপি সদস্য আঃ রশিদ, আবু বকর সিদ্দিক, আঃ জব্বার, এরশাদ আলী, আঃ জলিল, মফিজুল ইসলাম, শাহাজান আলী, খোরশেদ আলী, বিউটি খাতুন, মাসুরা খাতুন, সাজিদা খাতুন, ইমাম রফিকুল ইসলাম, অগ্রগতি সংস্থার ইউনিয়ন প্রতিনিধি জেসমিন আরা প্রমুখ।

Comments
Loading...