Connecting You with the Truth

কল্যাণপুরে নিহতদের ৭ জঙ্গির পরিচয় ….

ডেস্ক রিপোর্ট: কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে সাত জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই সাতজন হলো জোবায়ের হোসেন, সাজাদ রউফ অর্ক ওরফে মরক্কো, আব্দুল্লাহ, আবু হাকিম নাঈম, তাজ উল হক রাশিক, আকিফুজ্জামান ও মতিয়ার রহমান।
জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপের সঙ্গে জঙ্গিদের আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে বলে জানান ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।
ডিএমপির এই উপ-কমিশনার আরও জানান, সাব্বিরুল হক কনিকের স্বজনরা ছবি দেখে পুলিশকে কনিকের পরিচয় জানালেও জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপের সঙ্গে এই জঙ্গির আঙুলের ছাপ মেলেনি।

abdullahআব্দুল্লাহ

নাম: আব্দুল্লাহ
পিতা: মো. সোহরাব আলী
মাতা: মোসা. মোসলেমা খাতুন
গ্রাম: বল্লভপুর
থানা: নবাবগঞ্জ
জেলা: দিনাজপুর
এনআইডি: ২৭২০৪৯০০০০৩০
জন্ম তারিখ: ১৫-০১-১৯৯৩

motiyar rahmanমতিয়ার রহমান

মো. মতিয়ার রহমান
পিতা: নাসির উদ্দিন সরদার
মাতা: মোসাঃ খাইরুন্নেসা
গ্রাম: ওমরপুর
থানা: তালা
জেলা: সাতষ্কীরা
এনআইডি-৮৭০১৮১০০০০০৩
জন্ম তারিখ: ০১-০১-১৯৯২

zobayer rahmanজোবায়ের হাসান

মো. জোবায়ের হোসেন(২০)
পিতা: আব্দুল কাইয়ূম; মাতাঃ আয়েরা বেগম
গ্রাম: পশ্চিম মাইজদী আব্দুল্লাহ মেম্বারের বাড়ী
থানা: সুধারাম, জেলা: নোয়াখালী
এনআইডি-৭৫০৯৮১০০০৪৭৯
জন্ম তারিখ: ০১-০১-১৯৯৬

sazad rouf arkসাজাদ রউফ অর্ক

পিতা: তৌহিদ রউফ
স্থায়ী ও বর্তমান ঠিকানা:
৬২ পার্ক রোড, বাসা নং-৩০৪,

রোড নং-১০, ব্লক-সি, ফ্ল্যাট নং-০৯, বসুন্ধরা আবাসিক এলাকা, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা।
পাসপোর্ট নং- ৪৭৬১৪৫৯৯২ (যুক্তরাষ্ট্রেরও নাগরিক)
এনআইডি-২৬২১৮৬০০০৫৩৬
জন্ম তারিখ: ০৬-০২-১৯৯২

akifuzzamanআকিফুজ্জামান খান

আকিফুজ্জামান খান
পিতা: সাইফুজ্জামান খান
মাতা: শাহানাজ নাহার
বাসা: ২৫, রোড- ১০
গুলশান, ঢাকা
এনআইডি-২৬১১০৬০০১০০৬
জন্ম তারিখ: ১১-০৯-১৯৯২

abu hakim nayeemআবু হাকিম নাঈম

আবু হাকিম নাঈম

পিতা: নুরুল ইসলাম
মাতা: মোসা. হালিমা
গ্রাম: কুয়াকাটা
থানা: কলাপাড়া
জেলা: পটুয়াখালী
এনআইডি: ৭৮১১০৩০০০৩৬৯
জন্ম তারিখ: ১৫-০১-১৯৮৩

taj ul rashikতাজ-উল-হক রাশিক

তাজ-উল-হক রাশিক
পিতা: রবিউল হক
মাতা: জাহানারা বেগম
ওয়ার্ড নং: ১৫; বাসা: ৭২
রোড: ১১/এ
ধানমন্ডি, ঢাকা
এনআইডি: ২৬১৩৫০০০০৩৯৭
জন্ম তারিখ: ০৫-১২-১৯৯১

জানা যায়, সাব্বির ছয় ও জোবায়ের চার মাস ধরে নিখোঁজ ছিল। জোবায়েরের বাড়ি নোয়াখালীর মাইজদি এলাকায়। নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল সে। আর সাব্বিরের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুণছড়া ইউনিয়নে। ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের ছাত্র ছিল সে। তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরী বলে একটি সূত্রে জানা গেছে।
সেজাদের বাড়ি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ১০ নম্বর রোডের ব্লক-সি, ৩০৪ নম্বর বাড়ি। তার বাবার নাম তৌহিদ রউফ। নর্থ সাউথের বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র ছিল সে। শাহবাগ থানার একটি অস্ত্র মামলার আসামি ছিল সে। গুলশান হামলায় নিহত জঙ্গি নিবরাসের সঙ্গে পালিয়ে গিয়েছিল সে। সেজাদ র‌্যাব ঘোষিত নিখোঁজদের সর্বশেষ ৬৮ জনের তালিকায় তার নাম ছিল। গত ১৬ ফেব্রুয়ারি ভাটারা থানায় তার বাবা সাধারণ ডায়েরি (ডিজি) করেন।
ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, তিনজনের (শেহজাদ রউফ, জুবায়ের হোসেন ও সাব্বিরুল হক কনিক) পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা ডিএমপির প্রকাশিত ছবি দেখে পরিচয় নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে মর্গে গিয়ে স্বজনদের লাশ শনাক্ত করতে অনুরোধ করা হয়েছে। লাশ শনাক্তের পর জঙ্গিদের স্বজনদের ডিএনএ পরীক্ষা করা হবে। তারপর লাশ হস্তান্তর করা হবে।

Comments
Loading...