Connecting You with the Truth

কাউনিয়ায় শিক্ষক মারপিটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন স্মারকলিপি প্রদান

বিশেষ প্রতিনিধি, রংপুরঃ রংপুরের কাউনিয়ায় নাজিরদহ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলমগীর হোসেনকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন মেম্বার কর্তৃক মারপিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ, মানবন্ধনসহ স্মারকলিপি প্রদান করেছে উপজেলা মাধ্যমিক, প্রাথমিক, মাদ্রাসা ও কলেজ শিক্ষকবৃন্দ। রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষকের অংশগ্রহনে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে কাউনিয়া বাসস্টান্ডে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক রমজান আলী, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সিঃ সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাকের সরকার, মাধ্যমিক সহকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ। সমাবেশে শিক্ষক লাঞ্ছনাকারী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন মেম্বারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর সকল কার্যক্রম বন্ধ ছাড়াও কঠোর আন্দোলনে নামার ঘোষনা দেয়া হয়। আন্দোলনকারীরা জানান, বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে বিদ্যালয়ের সম্পদ আত্মসাৎ করতে চাইলে প্রতিবাদ করেন সহকারি শিক্ষক আলমগীর হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে সম্প্রতি তিনি ওই শিক্ষককে প্রকাশ্য মারপিট করেন।

Comments
Loading...