Connecting You with the Truth

কাউনিয়ার মেধাবী মাদ্রাসা ছাত্র রায়হান বাঁচতে চায়

মিজান, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ রায়হান মিয়া ব্রেইনটিউমার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে। হতদরিদ্র ঘরে জন্মনেয়া রায়হান জানেনা তার কি রোগ হয়েছে। গের্দ্দ বালাপাড়া গ্রামের দিনমজুর মোঃ নুর আলম এর পুত্র সে। রায়হান অসুস্থ হয়ে পড়লে তাকে অনেক কষ্টে বাবার যে টুকু জমিজমা ছিল তা বিক্রয় করে চিকিৎসা করিয়েছে। পরে অনেক পরীক্ষ নিরীক্ষা করার পর তার পরিবার জানতে পারে ব্রেইনটিউমার হয়েছে। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (সার্জারী) ডাঃ মোঃ তোফায়েল হোসেন ভুঞা’র চিকিৎসাধীন রয়েছে। ডাক্তার জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০লাখ টাকা লাগবে। দরিদ্র পিতার পক্ষে এতো টাকা কোথা থেকে যোগাবে। নুর আলম কান্না জড়িত কন্ঠে জানান, আমার ফুলের মতো মেধাবী সন্তানটিকে বাঁচাতে পারবো না। আমার মতো হতদরিদ্র অসহায় মানুষ হয়ে কিভাবে এতো টাকা যোগাড় করবো। তাই তিনি সমাজের বিত্তবান ও স্বামর্থবানদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। মেধাবী ছাত্র রায়হানকে বাঁচাতে জনতা ব্যাংক, কাউনিয়া শাখা, কাউনিয়া, রংপুর এর হিসাব নম্বর- ০১০০০১২৭২২০৬২৯০ এবং বিকাশ নম্বর- ১০৮৭৪০৩৬৮৬৯ তে যোগাযোগ ও আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। সেই সাথে তিনি তার সন্তানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Comments
Loading...