কাউনিয়ায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন
মিজান,কাউনিয়া(রংপুর):
সরকারের অন্যতম বৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি”।
এ কর্মসূচি কর্মক্ষম দুঃস্থ পরিবার সমূহের জন্য, স্বল্প মেয়াদি কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য নিরসন ও দূর্যোগ ঝুকি হ্রাসে সক্ষমতা বৃদ্ধিসহ গ্রামীণ অবকাঠামো নির্মাণ মেরামত সংস্কারে উল্লেখযোগ্য ভূমিকা পালনের লক্ষে রংপুরের কাউনিয়া উপজেলায় সোমবার (২৯ এপ্রিল) সকালে কর্মসৃজন কর্মসূচির কাজের উদ্বোধন করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, ইউপি সদস্য আমিরুল ইসলাম পলাশ, মন্তাজ আলী, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহব্বায়ক নিতাই রায়, ইউনিয়ন গ্রাম আদালতের সহকারী জুলহাস হোসেন সোহাগ, সাংবাদিক জসিম সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, অতিদরিদ্রদের কর্মসংস্থান (ইজিপিপি) দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্র্রাণালয়ের কর্তৃক উপজেলার ৬টি ইউনিয়নে ১ হাজার ৯’শ ৮৭ জন শ্রমিক এর আওতায় কাজ করছেন। প্রতি শ্রমিক ২’শ টাকা হারে ৪০ দিনব্যাপি এই কাজের অধীন থাকবে।