Connecting You with the Truth

কাউনিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

মিজান,কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় শুক্রবার(১৩অক্টোবর) সকালে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়।
দিবসটি উদযাপনের কর্মসূচীর মধ্যে ছিল বনাঢ্য র‍্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরন।
আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের র‍্যালী শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরফুল ইসলাম, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Comments
Loading...