Connecting You with the Truth

কাউনিয়ায় ইউএনও হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ ও জরিমানা

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় নবম শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ ইউ এন ও এর হস্তক্ষেপে বন্ধ ও জরিমানা করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলার হরিশ্বর গ্রামে আব্দুল রাজ্জাকের কন্যা মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আশামনি(১৫) এর সঙ্গে লালমনিরহাট জেলার বড়বাড়ী এলাকার হরিঠাকুর গ্রামের মো. মোবারকের আলীর পুত্র মো. হোসেন আলীর আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করে অভিভাবকদ্বয়।
উক্ত বাল্য বিয়ের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপল্কর রায় বিয়ে বাড়ীতে গিয়ে হাজির হন এবং বাল্য বিয়ে বন্ধ করেন। বাল্য বিয়ে দেওয়ার প্রস্ততি নেওয়ার কারনে বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত কনের বাবার ও মা মজিদা বেগম উভয়ের এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেন। এ সময় সকলের উপস্থিতে বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় ও বাল্য বিয়ে না দেয়ার অঙ্গিকার গ্রহন করেন।
এ সময় সঙ্গে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওছার জাহান ও থানা পুলিশ প্রশাসন।

Comments
Loading...