কাউনিয়ায় কয়েকটি প্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোর চক্রের তান্ডব
কাউনিয়া প্রতিনিধি,রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার বেশ কয়েকটি সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোর চক্র তান্ডব চালিয়েছে। জানাগেছে, গত বুধবার ১৭জানুয়ারী রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব শাখার রুমের, উপজেলা বিআরডিবি অফিসের একাধিক রুমের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের রুমের, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমের দরজার তালা ভেঙ্গে ও কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে আলমারীতে রক্ষিত বিভিন্ন কাগজপত্র তছনছ করে চলে যায়। পরে সংবাদ পেয়ে থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ ঘটনাস্থল গুলো পরিদর্শন করেন। তিনি জানান, এটি জনমনে নেহাত আতংক ছড়ানো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এঘটনায় সাধারণ ডায়রী করা হয়েছে তবে প্রতিষ্ঠান গুলোর মধ্যে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের নগদ প্রায় ৪৩হাজার টাকা ছাড়া কোন প্রতিষ্ঠানের মূল্যবান সামগ্রী চুরি যায়নি বলে জানা যায়।