Connecting You with the Truth

কাউনিয়ায় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কর্মসূচি

নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগষ্ট নৃশংস গ্রেনেড হামলা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউতে যে গ্রেনেড হামলায় আইভী রহমানসহ ২৯জন নেতা-কর্মী করুণ মৃত্যুবরণ করেন। জননেত্রী শেখ হাসিনাসহ অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছিলেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম মায়া।

শুক্রবার বিকালে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২১ আগষ্ট নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা ও দোয়ামাহ্ফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি মো. জয়নাল আবেদিন ও মো. ছাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুর জলিল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নেতা মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক এ্যাড: জাহাঙ্গীর হাসান সুমন, বালাপাড়া ইউনিয়ন সাধারন সম্পাদক মো. আনছার আলী ও মধুপুর ইউনিয়ন সভাপতি মো. সফিকুল ইসলাম(সফি) ছাত্রলীগ নেতা মো. জামিল হোসাইন সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এম এ হান্নান।

Comments