Connecting You with the Truth

কাউনিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’১৮ এর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা শিক্ষা প্রশাসন এর আয়োজনে মঙ্গলবার ৬মার্চ সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’২০১৮ এর বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এই প্রতিপাদ্যকে নিয়ে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা চত্বর হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে আলোচনা সভায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মাহাফুজার রহমান মিঠু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ফারুক হোসেন মুন্সী, আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আসফিকা বুলবুল, শিক্ষক অশোক কুমার প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তার নিজস্ব তহবিল থেকে পাঞ্জরভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করার জন্য প্রধান শিক্ষক আব্দুল মতিনকে নগদ ২০হাজার টাকা প্রদান করে।

Leave A Reply

Your email address will not be published.