কাউনিয়ায় জামায়াতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত
কাউনিয়া, প্রতিনিধি রংপুর:
জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর রায়ের বিরুদ্ধে জামায়েতের ডাকা হরতাল কাউনিয়া উপজেলায় গত বৃহস্পতিবার কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
হরতাল চলাকালে ট্রেন ব্যতীত অন্য কোন প্রকার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। হরতালের সমর্থনে জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কোথাও তেমন কোন পিকেটিং বা ি মছিল করতে দেখা যায়নি। আওয়ামী লীগের কোন নেতা কর্মীদেরও মাঠে দেখা যায়নি। হরতাল চলাকালে পুলিশকে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।