কাউনিয়ায় পাগলের প্রহারে কৃষক হাসপাতালে
মিজান,কাউনিয়া(রংপুর):
রংপুরের কাউনিয়ায় পাগলের হাতুড়ীর প্রহারে এক কৃষক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার নিজপাড়া গ্রামে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানায়, ওই এলাকার খোকা মিয়া (৫০) নামে এক কৃষক নিজ গৃহের জন্য বাঁশের কাজ করছিলেন। এমন সময় অপরিচিত জনৈক পাগল চুপিসারে খোকা মিয়ার কাজ করা হাতুড়ীটি নিয়ে যায়। পরে খোকা মিয়া বিষয়টি জানলে তিনি তার হাতে থাকা দা নিয়ে পাগলের কাছ থেকে হাতুড়ী উদ্ধার করতে গেলে পাগল ওই হাতুড়ী দিয়ে খোকা মিয়াকে উপর্যপরি মাথা ও ঘাঁড়ে আঘাত করলে খোকা মিয়া ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।
স্থানীয়দের সহযোগিতায় খোকা মিয়াকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।