Connecting You with the Truth

কাউনিয়ায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সম্মেলন

মিজান, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলা শাখার বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এর আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭শে মার্চ বিকেলে মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে কেন্দ্রীয় সদস্য ও উপজেলা সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সহ-সভাপতি মফিজুর রহমান, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) উপজেলা সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন, সমিতির উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব আলী, রেজাউল করিম রাজু, লক্ষী রানী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও সমমনা সংগঠনের বিভিন্ন স্তরের নের্ত্বৃবৃন্দ।
পরে পূর্বের কমিটি বিলুপ্ত করে সর্ব সম্মতিক্রমে রেজাউল করিম রাজুকে সভাপতি ও আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কাউনিয়া উপজেলা শাখা কমিটি ঘোষনা করা হয়।

Comments
Loading...